Sign In Forgot my password New Membership How to use

নিয়মাবলী

Tafhim.net নিয়ে এলো Online এ আপনার ব্যাক্তিগত ও দৈনন্দিন জীবনের জমা খরচের হিসাব অথবা আপনার প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব পরিচালনার জন্য Free Online Accounts software. ক্লিক করুন: www.tafhim.net

এটি একটি web based software. ফলে আপনার ডেক্সটপ, ল্যাপটপ, TAB, iPad এমনকি মোবাইল ফোন থেকেও ব্যবহার করতে পারবেন কোন প্রকার ইন্সটলেশন ছাড়াই, শুধু মাত্র আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে। এখন আপনার হিসাব রাখার জন্য খাতা পত্রের কোন প্রয়োজন নেই। আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন শুধুমাত্র ইন্টারনেট থাকলেই দেখে নিতে পারবেন আপনার প্রতিষ্ঠানের সকল হিসাব। এটি সহজে ব্যবহারযোগ্য এবং অত্যন্ত নিরাপদ।



কিভাবে রেজিষ্ট্রেশন করবেনঃ

tafhim.net ওয়েব সাইটে গিয়ে New Membership এ ক্লিক করুন। আপনার ইমেইল এড্রেস, আপনার নাম এবং সফটওয়ার ব্যবহারের জন্য পাসওয়ার্ড লিখে Register বাটনে ক্লিক করুন। খুব সহজেই রেজিষ্ট্রেশন করে নিন এবং সফটওয়ার পরর্তিতে ব্যবহারের জন্য পাসওয়ার্ড সতর্কতার সাথে সংরক্ষণ করুন।




কিভাবে পরিচালনা করবেনঃ

ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর Credit Voucher (আয়) এ ক্লিক করে প্রথমে Date, Vocher No. ও Credit Account Title সিলেক্ট করুন। উক্ত তালিকায় যে সকল খাত রয়েছে তার সাথে আপনার নিজস্ব কোন আয়ের খাত তালিকা ভূক্ত করতে চাইলে পাশের Add New AC Title এ ক্লিক করুন এবং Account Title ও Details লিখে সেইভ করুন। নিচের তালিকাতে তা প্রদর্শিত হবে। Back এ ক্লিক করে ফিরে আসুন। Credit Amount ও Details লিখে Save করুন। পেইজের নিচের অংশে চলতি মাসের আয়ের হিসাব প্রদর্শিত হবে। Start Date ও End Date পরিবর্তন করে যেকোন তারিখ থেকে যেকোন তারিখের আয়ের হিসাব দেখতে পারেন। মুছে ফেলার দরকার হলে Delete এ ক্লিক করুন। Debit Voucher (ব্যয়) এ ক্লিক করে ঠিক একই নিয়মে খরচের হিসাব রাখুন। খরচের খাত বাড়াতে চাইলে একই নিয়মে তালিকাভূক্ত করুন। এখানেও নিচের অংশে ঐমাসের খরচগুলো প্রদর্শিত হবে। তারিখ পরিবর্তন করে অন্যান্য মাসের খরচ দেখে নিতে ও ভূল হলে সংশোধন করতে পারবেন।



রিপোর্টঃ

এবার আপনার জমা ও খরচের বিবরন জানতে চাইলে Income & Expenditure Statement (Full) এ ক্লিক করুন। সবসময় বর্তমান মাসের রিপোর্ট প্রদর্শিত হবে। Start Date ও End Date পরিবর্তন করে অন্যান্য মাসের তারিখ সিলেক্ট করে Show Report এ ক্লিক করলে অন্যান্য মাসের রিপর্ট প্রদর্শিত হবে। এভাবে যেকোন তারিখ থেকে যেকোন তারিখের রিপোর্ট দেখে নিতে পারেন। Income & Expenditure Statement (Summary) তে ক্লিক করলে সংক্ষেপে সকল খাতের আয় ব্যয় এর রিপোর্ট দেখাবে। যে কোন একটি খাতে ক্লিক করলে শুধু মাত্র ঐ খাতের সকল আয় ও ব্যয় বিবরণ সহ প্রদর্শিত হবে। যে কোন রিপোর্ট প্রিন্ট করার জন্য Print option এ ক্লিক করুন। এর আগে উপরে ফাইল মেনু থেকে পেইজ সেটআপ ও প্রিন্ট প্রিভিউ ক্লিক করে সেটআপ ঠিক করে নিন। Dashboard এর Edit Profile এ ক্লিক করে আপনার ব্যাক্তিগত তথ্য, ছবি ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। প্রতিবার ব্যবহার শেষে Log Out এ ক্লিক করে নিন যাতে অন্য কেউ আপনার হিসাব দেখতে না পারে।

পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভারীর জন্য এখানে ক্লিক করুন Forgot My Password

আমাদের সফটওয়ারটির Demo দেখার জন্য ইমেইল demo@tafhim.net ও Password: demo11 ব্যবহার করে লগ করুন। সম্পূর্ণ ফ্রি অনলাইন একাউন্টস সফটয়ার আনন্দের সাথে ব্যবহার করুন এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুন। ধন্যবাদ।